শামসুন নাহার সুমি

শামসুন নাহার সুমির জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ১৯৮৩ সালের ১ ফেব্রুয়ারি। তাঁর সনদি নাম মোসা. শামসুন নাহার। দুই ভাই—বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। শিক্ষাজীবনে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এস.এস.সি. পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৯ সালে এইচ. এস.সি. পরীক্ষায় রাজশাহী বোর্ডের অধীনে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় ১৩তম স্থান অধিকার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন এবং ২০০৪ সালে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ২০১২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি প্রভাষক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন।

তাঁর লিখিত গ্রন্থ 'উপন্যাসে প্রাচীন বাংলা' বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ২০১৬ সালে। এছাড়া বিভিন্ন সাহিত্য — পত্রিকা ও গবেষণা জার্নালে সাহিত্য বিষয়ক তাঁর অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
শামসুন নাহার সুমি এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use